সমাজের আলো : মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড সারাবিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি বাংলাদেশও। নতুন নতুন ধরন এ ভাইরাসকে আরও শক্তিশালী করে তুলছে। এবার বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর নতুন ধরণ ‘ল্যাম্বডা’ (সি.থার্টি সেভেন) দেশে শনাক্ত হয়েছে।

