সমাজের আলো : সোমবার শ্যামনগর থানা পুলিশ দুটি ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানার তালিকা টাঙানো হয়। শ্যামনগর থানা পুলিশ সুত্র বলছে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)এর নির্দেশে উপজেলার ভুরুলিয়া ইউপি ও ঈশ্বরীপুর ইউপি এলাকায় থানায় মূলতবী থাকা জিআর, সিআর গ্রেপ্তারী পরোয়ানা তালিকা প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে টাঙানো হয়েছে। গ্রেপ্তারী পরোয়ানার তালিকা টাঙান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো: শহিদুল ইসলাম, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান মাও: আব্দুল ফারুকসহ স্থানীয় বিট এলাকার অফিসার ফোর্সবৃন্দ প্রমুখ।

