সমাজের আলো : চট্টগ্রামের ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার ডাকাতির ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার দুই সাক্ষী মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের এ দুই গাড়িচালকের জবানবন্দি নেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম ও কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী।

পুলিশ পরিদর্শক শাহ আলম জানান, দুই গাড়িচালক স্থানীয়। তাদের গাড়ি রিক্যুইজিশন করা ছিল। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন তারা। গাড়িচালকরা জানান, সেদিন স্বর্ণবার ডাকাতি শেষে ডিবি পুলিশের ওসি সাইফুলের গাড়িতে করে এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এস্কট দিয়ে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সীমানা পার করে দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম আরও জানান, আসামিদের নিয়ে ঘটনাস্থল ও ফেনীর সেই সীমানা পরিদর্শন করেছে পিবিআই। সীমানা এলাকাটি হচ্ছে- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকার সাতবাড়িয়া।এদিকে পুলিশের পাঁচ কর্মকর্তাকে দ্বিতীয় দফা তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা। ডিবির ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া এখনো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *