সমাজের আলো : প্রতারক জ্বিনের বাদশা দরবেশ খ্যাত প্রতারক মোঃ মফিজুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করেছে সিআইডি খুলনার একটি চৌকচ দল। তাকে আদালতে সোপাদ্দ করলে সে প্রতারণার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুলনা সিআইডি’র পরিদর্শক মোছাঃ মাহমুদা খাতুন দৈনিক সমাজের আলোকে জানান, আসামী মোঃ মফিজুল ইসলাম গাজী ও তার সহযোগীরা জ্বিনের বাদশা, দরবেশ, নবীর বংশধর, কখনো কখনো সরকারী পদস্থ কর্মকর্তা, বিকাশ অফিসার সেজে কৌশলে নিরীহ সহজ সরল লোকদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে ফুসলিয়ে তাদের নিকট থেকে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করে আসছিল। গত বছর ২ জুন হতে ১২ জুন পর্যন্ত সময়ে উক্ত আসামী ও তার দলবল নিয়ে ভিকটিম এসএম জাহাঙ্গীর কবিরকে কখনো জ¦ীনের বাদশা, দরবেশ, কোস্টগার্ড অফিসার, মংলার মহিলা ভাইস চেয়ারম্যান ইত্যাদি রূপ ধারণ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতারণার আশ্রয়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার চল্লিশ টাকা গ্রহণ পূর্বক আত্মসাৎ করে। মামলার বাদী এসএম জাহাঙ্গীর কবির দিঘলিয়া থানার মামলা নং-০২ তারিখ-১৫/০৬/২০২০ খ্রিঃ ধারা-১৭০/৪০৬/৪২০ পেনাল কোড দায়ের করলে সিআইডি খুলনা কর্তৃক উক্ত মামলা তদন্ত শুরু করেন। সিআইডি খুলনার তদন্তকারী কর্মকতা এসআই শেখ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে জ¦ীনের বাদশা খ্যাত আসামী মফিজুল ইসলামকে গত ১৬ আগস্ট দিবাগত রাতে কয়রা থানাধীন নাকশার দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবদে উক্ত আসামী তার অপরাধ সম্পর্কে জড়িত থাকার কথা স্বীকার করে ১৭ আগস্ট খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

