সমাজের আলো : দেশে করোনার মধ্যে প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। লাল বার্তা নিচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন। আগস্ট মাসের ১৮ দিনে ৪ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৮ জন আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী।

