সমাজের আলো : করোনা সংক্রমণ আটকাতে দীর্ঘদিন লকডাউন থাকায় বাড়ির বাইরে যাওয়া হয় না বয়োবৃদ্ধ শামসুর রহমানের। গত ঈদের সময়ও মেয়েটা আসতে পারেনি বাবাকে দেখতে। তাই মন ব্যস্ত শামসুর রহমানের। বৃহস্পতিবার বৃদ্ধ শামসুর রহমান পণ করে মেয়ের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসার। কথাগুলো শামসুর রহমানের স্বজনরা এ প্রতিনিধিকে জানিয়ে বলেন, আজ বিকাল ৪টার দিকে দেবহাটা উপজেলার পূর্ব নলতা গ্রামের শামসুর রহমান (৭০) বাড়ি থেকে বের হয়ে ভোমরার আলীপুর গ্রামের উদ্দেশে পায়ে হেঁটে রওনা হন। তিনি পারুলিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শামসুর রহমানকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
