সমাজের আলো : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষ পরবর্তী ঘটনায় বিভাগীয় কমিশনা‌রের আহ্বানে সি‌টি মেয়‌রের উপ‌স্থি‌তিতে সম‌ঝোতা বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার (২২ আগস্ট) রাত ৯টা থে‌কে রাত পৌ‌নে ১১টা পর্যন্ত ওই বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠক শেষে মহানগর আওয়ামী লী‌গ সভাপ‌তি এ কে এম জাহা‌ঙ্গীর বলেন, বৈঠকে সাম্প্রতিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। পুরো বিষয়টি ইতিবাচক ছিল। আমি আশা করছি উদ্ভুত সমস্যার দ্রুত সমাধান হবে। তিনি বলেন, আলোচনায় উভয়পক্ষের মামলা প্রত্যাহারের বিষয়েও সমঝোতা হয়েছে। তবে কোন শর্তে সমঝোতা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এ কে এম জাহা‌ঙ্গীর। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান, বিভাগীয় ক‌মিশনার মো. সাইফুল হাসান বাদল তাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতেই মূলত সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। পরে রাতের খাবার খেয়ে তারা ফিরেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *