সমাজের আলো : সিলেটের বিশ্বনাথ উপজেলায় নারীকে ধর্ষণ করে হত্যার অভিযোগে আটক ২ বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ওই নারীর লাশ মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।এর আগে, শনিবার (২১ আগস্ট) দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মখলিছুন বেগম (৩২) নামে ভুক্তভোগী ওই নারী। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আবদুস সালামের মেয়ে।অভিযুক্তরা হচ্ছে, লামাকাজী বাজারের নৈশপ্রহরী উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের কমলা মিয়া ও দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের রইছ আলী। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

