সমাজের আলো : নরসিংদীর রায়পুরায় গেমস খেলার জন্য মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে আকাশ (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ কাচারিকান্দী গ্রামের খন্দকার বাড়ির মো. মাঈন উদ্দিনের ছেলে। সে বেগমাবাদ ওয়াছিউল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।শুক্রবার (২০ আগস্ট) বিকাল ৪টায় আকাশ তার নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
নিহতের স্বজন এবং স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া জানান, ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলার জন্য আকাশ বেশ কিছুদিন ধরে একটি মোবাইল ফোনের আবদার করছিল। কিন্তু আকাশের বাবা-মা মোবাইল কিনে দিতে রাজি হচ্ছিল না। এই নিয়ে শুক্রবার বাবা মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে গ্ডুকে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও যখন ভিতর থেকে দরজা বন্ধ পায় তখন দরজা খুলে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। সাথে সাথে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে আকাশকে মৃত ঘোষণা করেন।

