সমাজের আলো : ধর্ষণ মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় নোয়াখালী সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজির আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে শৃঙ্খলা পরিপন্থী কাজ, কর্তব্য কাজে অবহেলা ও গাফিলতির দায়ে এ আদেশ জারি করা হয়। বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

