রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় ১২ ইউনিয়নে ২৩৫৩৪ জন মৎস্য জীবির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১১৩ লক্ষ ১৭ হাজার ৯০৪ কেজি চাল। যা আগামী ১৫ জুনের মধ্যে বন্টন করার সরকারি নির্দেশনা রয়েছে। মৎস্য অধিদপ্তরের এক পরিপত্রে বলা হয়েছে, ১৯ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ। সেকারণে মৎসজীবীদের জন্য ক্ষতি পুষিয়ে নিতে এই বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, প্রতি মৎস্যজীবী ১ম ধাপে পাবেন ৫৬ কেজি চাল ২য় ধাপে পাবে ৩০ কেজি চাল। এব্যপারে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, প্রতি জেলে যাতে সঠিকভাবে এই চাল বুঝে পায় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের চাল বন্টন নিয়ে কোন প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা দেওয়া হবে।
