সমাজের আলো : রূপসায় ভুয়া ডাক্তারি সনদ ও রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসার নামে হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে অপচিকিৎসার অভিযোগে ভুয়া চিকিৎসকসহ তিন জনকে সাজাও জরিমানা করা হয়েছে। এসময় নামধারী অপচিকিৎসা কেন্দ্রটিকে সিলগালা করা হয়। এছাড়া ক্লিনিক মালিকের বিরুদ্ধে প্রতারিত রোগীদের পক্ষে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাব-৬ ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান চালায়। র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মোস্তাক আহমেদ এর নেতৃত্বে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট আলিফ মাহমুদ পাশা, র‌্যাবের সিনিয়র এএসপি মোঃ বজলুর রহমান, লেঃ মোঃ দেলোয়ার হোসেন, খুলনা সিভিল সার্জন অফিসের ডা. সাবরিনা রহমানের সমন্বয়ে র‌্যাব-৬ এর একটি দল রূপসা উপজেলার নৈহাটী মোড়স্থ আরাফাত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। অভিযানে চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ কামরুজ্জামানের চিকিৎসকের কোন সার্টিফিকেট এবং হসপিটালের লাইসেন্স না থাকায় তাকে আটক করা হয়। এসময় হাসপাতালে থাকা দুইজন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযানিক দল চিকিৎসার নামে অপচিকিৎসার মাধ্যমে অর্থ বাণিজ্যের ব্যাপক অভিযোগ পান। এছাড়া হসপিটালটিতে বিভিন্ন নামি-দামি চিকিৎসকের নামের তালিকা সম্বলিত প্যানা-সাইনবোর্ড থাকলেও তাদের মধ্যে কোন চিকিৎসকই কখনো আসেনা সেখানে। এসব নানা অভিযোগের ভিত্তিতে হসপিটালের পরিচালর কথিত ডাক্তার মোঃ কামরুজ্জামানকে একবছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে সহযোগীতা করার অপরাধে স্থানীয় করাত কল ব্যবসায়ী আলম মোড়লকে ও ফার্মেসী ব্যবসায়ী আব্দুর রহমানকে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *