সমাজের আলো : বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি নিয়ে কয়েক দিন ধরেই সরগরম দেশের রাজনীতি। কবরে লাশ থাকা না থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।শনিবার (২৮ আগস্ট) আজও দু’দলের শীর্ষ পর্যায়ের নেতা জিয়াউর রহমানের কবর ও জানাজা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এ ছাড়া আলাদা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, সংসদ ভবনের চারপাশ থেকে নকশাবহির্ভূত সব স্থাপনা সরিয়ে নেওয়া হবে।বেশকিছু দিন ধরে আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর। সংসদ ভবনের মূল নকশা অনুযায়ী এর চারপাশে থেকে নকশাবহির্ভূত সব অবকাঠামো সরিয়ে নেওয়ার দাবি উঠে বিভিন্ন মহল থেকে। সে ক্ষেত্রে চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নিতে হবে জিয়াউর রহমানের কবরও।

