যশোর অফিস : আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে টপি হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়।টপি হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিহংপুর গ্রামের আব্দুর খালেকের ছেলে।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রবি ইসলাম (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি একই গ্রামের নেসার আহমেদের ছেলে। টপি ও রবি সম্পর্কে আপন চাচাতো ভাই।
রবির ভাবি রুব্বান বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর রবি সলুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে টপি তাকে ধারালো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় রবির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে টপি পালিয়ে যায়। তাৎক্ষনিক রবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে খুলনায় স্থানান্তর করা হয়।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত টপিকে শুক্রবার ভোরে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

