সমাজের আলো : সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি সুমন পালকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপূর্ব কুমার সাহা আসামি সুমন পালকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ আগস্ট সুমন পালকে আসামি করে ওই তরুণীর বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হতদরিদ্র এক তরুণীকে ধর্ষণ করেন সুমন পাল। ধর্ষণে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। ফলে তার বিয়ে ঠিক হলেও পরে তা ভেঙে যায়।

