সমাজের আলো : রামুর জোয়ারিনালা ইউনিয়নের মুরাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া।তারা পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র জিয়াউর রহমান (০৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের পুত্র আলমগীর জনি(০৫)। তারা দুজন স্থানীয় হামিউসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা ও নতুন মোড়াপাড়া নুরানি মাদ্রাসার নার্সারী বিভাগের ছাত্র।

স্থানীয় বাসিন্দা রাশেদ কামাল জানান, আমরা মসজিদের পাশে একটি ঘর নির্মানের কাজ করতেছিলাম, কাজের বিরতির অংশ হিসাবে সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে নাস্তার করার জন্য দোকানের দিকে রওনা দিলে, আমরা তাদের দুজনকে পুকুরে ভাসমান অবস্থান দেহি,আমরা তাদের তৎক্ষণাৎ উদ্বার করে রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষনা করেন।জানা যায়, তারা দুইজন বেশ ভাল বন্ধু,সকাল থেকে পুর্ব মুরাপাড়া জামে মসজিদের মাঠে দীর্ঘক্ষণ খেলাধুলা করেছেন,খেলার এক পর্যায়ে ওই মসজিদের পুকুরে তারা মসজিদের গোসল করতে গেলে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *