সমাজের আলো : ঔষুধ কোম্পানীর উপজেলা বিক্রয় প্রতিনিধি (এমপিও) নিকট থেকে ৯৩ হাজার টাকা ছিনতাই হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়ার বোয়ালিয়ার ফকির পাড়া মোড় হতে ভাদিয়ালী গ্রামের রাজ্জাকের মোড়গামী পাকা রাস্তার ফাঁকা মাঠের মধ্যেবর্তী এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারিরা ঔষধ কোম্পানির সেল্সম্যান মোরশেদ আলমকে রাস্তার দুই ধারের দুইদিক হতে দুটি মোটর সাইকেল এসে তাকে গতিরোধ করে ।তাকে লাঠি দিয়ে
আঘাত করে আহত করে পিঠে থাকা ব্যাগ হতে টাকা ছিনিয়ে নিয়ে যায়।আত্মচিৎকারে স্থানীয় পথচারীরা ও মাদরা ক্যাম্পের টহররত বিজিবি সদস্যরা চলে আসায় ছিনতাইকারিরা পালিয়ে যায়। আজকের ঘটনা নতুন নয়। তারা আরও বলেন, আমাদের উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোরশেদ দীর্ঘদিন যাবত ধরে নিপা ঔষধ কোম্পানির এমপিও পদে চাকুরী করে। এই ঘটনায় মোরশেদ আলম নিজেই বাদী হয়ে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।কলারোয়া থানার অফির্সার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ওই এলাকার কয়েক জনের নাম করে এজাহার দায়ের হয়েছে। দায়িত্বরত পুলিশ অফিসার দিয়ে সত্য ঘটনা উদঘটনের প্রচেষ্টা অব্যাহত আছে।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক