সমাজের আলো : দেশে করোনা মহামারী শুরুর পর গত ১৮ মাসে কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখী হলেও মানুষ কবে নিস্তার পাবে তার ঠিক নেই। করোনার এ সময়ে মানুষের জীবনরক্ষায় সরকারের তরফ থেকে নানাভাবে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। সাবান দিয়ে হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার ওপর জোর দিয়ে প্রচার চালানো হচ্ছে। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপরও জোর দেওয়া হচ্ছে সব মহল থেকে। এ ছাড়া করোনাকালে ঘরবাড়ি, অফিস-আদালত, এমনকি ব্যক্তিগত গাড়ি সুরক্ষিত রাখার জন্যও এক ধরনের অ্যান্টিসেপটিক ¯েপ্র বের করেছে বিভিন্ন কোম্পানি। ‘ইথানলে’র নামে ড্রামে ভর্তি কেমিক্যাল লিটারে লিটারে বিক্রি করা হচ্ছে। কিন্তু জীবন রক্ষাকারী এসব করোনাসামগ্রীর মান নিয়ে প্রশ্ন আছে। নীল রঙের হ্যান্ড স্যানিটাইজারের ২০০ মিলিলিটারের বোতল কিনে কিছুদিন ব্যবহারের পর ঘ্রাণ চলে গেছেÑ এমন অভিযোগও শোনা যায়। এমন বাস্তবতায় দেশের মানুষকে করোনাকালীন স্বল্পমূল্যে মানসম্মত সেবা দিতে এগিয়ে আসে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)। প্রতিষ্ঠানটি করোনাসামগ্রীর পাশাপাশি করোনা উপসর্গ বহনকারীদের জন্য ‘ওরো-নজাল’ ড্রপও আবিষ্কার করে। তবে তাদের উৎপাদিত কোনো পণ্যসেবাইপাচ্ছে না দেশের মানুষ। একই পণ্য অন্য কোম্পানির তুলনায় অন্তত অর্ধেক দামে এবং মানে শতভাগ ভালো হলেও স্বাস্থ্যখাতের অন্য প্রতিষ্ঠানেরঅসহযোগিতার কারণে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি একটি প্রতিষ্ঠানের পণ্য অন্য প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে মানুষ ঠকছে। দেশ ও দশের কল্যাণেই বিআরআইসিএম সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধকসামগ্রী ‘জিরো ফাঙ্গাস স্প্রে’ উৎপাদন করেছে। এ ছাড়া এমন স্প্রে আবিষ্কার করেছে- যা মাত্র ৩০ মিনিটেই করোনা নেগেটিভ করতে সক্ষম। পরীক্ষায়ও যার প্রমাণ মিলেছে। অথচ করোনার নমুনা পরীক্ষার কীটসহ একই মানের পণ্য উচ্চমূল্যে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনের প্রতিষ্ঠানটি করোনা নিয়ন্ত্রণে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী উৎপাদন করছে। কিন্তু জনসাধারণের কাছে এগুলো পৌঁছানো সম্ভব হয়নি। সরকারি এই প্রতিষ্ঠানের করোনাসামগ্রীর মূল্য সাধারণের সাধ্যের মধ্যে। গুণগত মান নিয়েও কোনো প্রশ্ন নেই। অথচ মানুষকে সরকারি এই প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব সামগ্রী ব্যবহার করা হলেও অনেক সরকারি প্রতিষ্ঠান এসব ব্যবহার করছে না। এতে সমমানের পণ্য কিনতে সাধারণ মানুষের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। অন্যদিকে নিত্যনতুন জীবনরক্ষাকারী পণ্য উৎপাদনে আগ্রহ হারাচ্ছে প্রতিষ্ঠানটি। একইভাবে সরকারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং-এর হ্যান্ড স্যানিটাইজার এখন বাজারেই নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *