সমাজের আলোঃ ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির পরেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ায় বগুড়ায় শ্যামলী পরিববহনকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছিলিমপুর এলাকায় এই আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির পর নওগাঁ থেকে ঢাকার ভাড়া আসনপ্রতি ৪’শ টাকার পরিবর্তে দাঁড়িয়েছে ৬৪০ টাকায়।

কিন্তু শ্যামলী পরিবহনের ওই বাসের কর্মীরা নওগাঁ থেকে যাত্রী প্রতি ভাড়া আদায় করেছেন ৮০০ টাকা। যাত্রীদের টিকিট পর্যবেক্ষণ করে এর সত্যতাও মিলেছে। পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে বাসে নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন, নির্ধারিত ভাড়া আদায়সহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *