সমাজের আলো : করোনার ধাক্কা সামলাবতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। বিশ্বে এখন পর্যন্ত করোনার পাঁচটি ভ্যারিয়েন্টকে ‘কৌতূহল’ হিসেবে দেখা হচ্ছে। এগুলো হলো ইটা (যুক্তরাজ্য ও নাইজেরিয়া), লোটা (নিউইয়র্ক সিটি), কাপ্পা (ভারত), ল্যামডা (পেরু) ও মু (কলম্বিয়া)। এসব ভ্যারিয়েন্টকে ভয়ানক হিসেবে দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এগুলো বিশ্বের অনেক স্থানেই শঙ্কা ছড়িয়েছে।

