সমাজের আলো : সিরাজগঞ্জের কামারখন্দে ১০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় পারুল খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার পুলিশ কনস্টেবল স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেছেন পারুলের বাবা।মামলার আসামিরা হলেন পারুলের স্বামী পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলাম, তার বাবা আলাউদ্দিন মণ্ডল ও মা রেহেনা খাতুন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালে কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পারুলের। বিয়ের সময় আট লাখ টাকা যৌতুক দেয় পারুলের পরিবার। এরপর আরও ১০ লাখ টাকা যৌতুকের জন্য পারুলকে নির্যাতন করে আসছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা।গত ২৯ আগষ্ট রাশেদুল ইসলাম ছুটি নিয়ে বাড়ি এসে যৌতুকের টাকা দাবি করেন। এ ছাড়া দ্বিতীয় বিয়ে করবেন বলে পারুলের কাছে লিখিত অনুমতি চান। এতে পারুল রাজি না হওয়ায় তাকে পিটিয়ে আহত করেন রাশেদুল ও তার পরিবার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *