সমাজের আলোঃ ক’রোনা ভাই’রাস নিজ ভূখণ্ডে প্রাদুর্ভাবের মাত্রা গো’পন করেছে চীন। শুরুর দিকে চীনের কাছ থেকে নভেল ক’রোনা ভাই’রাস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) বেশ বেগ পেতে হয়েছিল।
সম্প্রতি সংস্থাটির অভ্যন্তরীণ কয়েকটি বৈঠকের রেকর্ডিং থেকে এসব তথ্য জানা গেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়া বৈঠকগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাই’রাসের বিস্তৃতি এবং বাকি বিশ্বের জন্য এর ঝুঁ’কি কতটুকু তা নিরূপণে বেইজিংয়ের কাছ থেকে পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন।

