সমাজের আলো : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় শহরতলী পালবাড়ী মোড়স্থ পালবাড়ী চাঁচড়া রোড রমজানের চায়ের দোকানের সামনে থেকে ময়না বেগম ওরফে মিনু নামে এক নারীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তিনি যশোর শহরের খড়কী গাজীর বাজার (রেল কলোনী) এলাকার মৃত মতিয়ার রহমানের মেয়ে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় ডিবি’র একটি দল অভিযান চালিয়ে ময়না বেগম ওরফে মিনুকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

