সমাজের আলো : মৃত্যুর সঙ্গে সাতদিন পর অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙির নির্মাণ শ্রমিক হীরা (৩০)। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত হীরার বাবার নাম সেলিম হোসেন।
মধুমোল্লারডাঙির নাসরিন খাতুন জানান, তার স্বামী হীরা নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গত ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে হীরা তাদেরই বাড়ির পাশে জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. জিল্লুর রহমানের বাড়িতে কাজ করছিলেন। এসময় ভবনের বাইরে তক্তার পাটাতনে বৈদ্যুতিক তারে শক লেগে শরীর ঝলসে যায়। পাটাতন থেকে নিচে পড়ে যায় হীরা।
বৈদ্যুতিক তারে জড়িয়ে তার পিঠ ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করান এড. জিল্লুর রহমান। শুক্রবার রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হীরার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে শনিবার রাতে হীরার লাশ বাড়িতে আনা হবে।

