সৈয়দ মাহামুদ শাওন তানোর (রাজশাহী) প্রতিনিধি :প্রাচীরজুড়ে কারুকাজের লতাপাতা, ইসলামী ঐতিহ্যের টেরাকোটা নকশা খচিত ঐতিহ্যবাহী শিধাইড় ভাগনা মসজিদ। ২০০ বছরের পুরোনো ব্রিটিশ শাসনামলে নির্মিত মসজিদটির অবস্থান রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের শিধাইড় ভাগনা গ্রামে।

এ মসজিদটি কে কখন নির্মাণ করেছেন তার সুস্পষ্ট নয়। স্থানীয়রা জানে না মসজিদটির নির্মাণ রহস্য এখনো মানুষের মনে নানা রহস্য সৃষ্টি করছে। আবার স্থানীয়দের মধ্যে লোকশ্রুতি হিসেবে প্রচলিত আছে তৎকালীন রাতারাতি জিনের নির্মাণকৃত মসজিদ হিসেবেও। স্থানীয় বয়োজ্যেষ্ঠ লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের পূর্বপুুরুষরা কেউ না কেউ মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেনঅনুমান ১২২০ হিজরি থেকে ১২২৫ হিজরির দিকে এ মসজিদটি নির্মাণ করা হয়। ৪০ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের আয়তকার মসজিদটি প্রায় ১১ শতক জায়গা নিয়ে নির্মিত এক সারিতে তিনটি গম্বুজ বিশিষ্ট।

ব্রিটিশ শাসনামলে নির্মিত বর্তমান আমাদের দেশের যে কয়টি মসজিদ রয়েছে সেগুলোর মধ্যে নির্মাণশৈলী ও নিপুণ হাতের নকশা খচিত টেরাকোটার কোনো পরিবর্তন না হওয়ায় উপজেলার শিধাইড় ভাগনা মসজিদটি প্রশংসার দারিদার। ঐতিহ্যবাহী এ মসজিদটির রক্ষার্থে ও কালের স্মৃতিবিজড়িত ধর্মীয় এ স্থানটিকে রক্ষার্থে প্রততত্ত্ব বিভাগসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব এ মসজিদটির প্রতি সুদৃষ্টি দেয়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *