সমাজের আলো : অভিযুক্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস।বরগুনার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও ছাত্রীদের ওয়াসরুম দখল করে পরিবার নিয়ে বসবাসের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. ফেরদৌস। জানা গেছে, তিনটি কক্ষ ও ছাত্রীদের ব্যবহৃত ওয়াসরুম দখলে নিয়ে পরিবারসহ ছয় বছর ধরে বসবাস করছেন ওই শিক্ষক। শ্রেণিকক্ষের বেঞ্চ একত্র করে বানিয়েছেন খাট। কিছু বেঞ্চ একত্র করে রেখেছেন অন্যান্য মালামাল। রান্নার জন্যে বারান্দার এক কোণে চুলা বসিয়েছেন।

