সমাজের আলো : গাজীপুরের পূবাইলে ফেইসবুক লাইভে এসে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে পূবাইল নয়ানী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

নিহত ওই যুবকের নাম স্বপন চন্দ্র দাস (৪২)। তিনি একই এলাকার নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে। পূবাইল বাজার কেন্দ্রীয় রাধামাধব মন্দির ও পূবাইল থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক এবং ‘আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক ছিলেন স্বপন।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *