সমাজের আলো : দাবিকৃত সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় সুন্দরবনে মাছ শিকারের কাজে যাওয়া জেলেকে হয়রানীর অভিযোগ উঠেছে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি উক্ত জেলের মালিকানাধীন নৌকার অনুকূলে দ্বিতীয় দফায় অনুমতি ইস্যু করার পরও কৌশলে সে নৌকা আটকে দিয়ে তার সুন্দরবনে প্রবেশের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে।বিষয়টির প্রতিকার দাবি করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ওই জেলে। ভুক্তোভোগী জেলে শহিদুল ইসলাম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে।
ভুক্তোভোগী জেলের অভিযোগ বৈধ পাশ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর নিজ সন্তানসহ অপর এক সহযোগীকে নিয়ে তিনি সুন্দরবনে যান। এসময় পাঁচশ টাকার চুক্তিতে কলাগাছিয়া টহল ফাঁড়ি থেকে তাকে অতিরিক্ত একটি ‘ঘাই’ জাল নেওয়ার সুযোগ দেয়া হয়। চুক্তিকৃত টাকার দুইশ’ তিনি কলাগাছিয়া টহল ফাঁড়ির চেকিং এর সময়ে মিটিয়ে দিয়ে ফেরার পথে বাকি তিনশ’ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
শহিদুল ইসলাম জানান, অনুমতিপত্র বা পাশের মেয়াদ শেষে ২৪ সেপ্টেম্বর তারা সুন্দরবন থেকে বের হয়ে আসার সময় কলাগাছিয়া টহল ফাঁড়িতে যেয়ে ইনচার্জকে না পেয়ে লোকালয়ের পথ ধরে তারা। এক পর্যায়ে আগের রাতে অভায়রণ্য এলাকা থেকে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করে ফেরার পথে উক্ত কর্মকর্তা তাদেরকে আটক করে। বাকি তিনশ’ টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে এসময় তাকে বন আইনের মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ারও হুমকি দেয়। এক পর্যায়ে আগেই পাশের মেয়াদ শেষ হওয়ার অভিযোগ তুলে নৌকাসহ তাদের তিনজনকে বুড়িগোয়ালীনি স্টেশনে নিয়ে যায়।তিনি আরও জানান, অনেক দেনদরবারের পর ৪৫ হাজার টাকার চুক্তিতে তাদের তিনজনকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে পরিবারের সদস্যরা সহকারী বন সংরক্ষক এমএ হাসানের হাতে ৩০ হাজার টাকা উঠিয়ে দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। পূর্ব প্রতিশ্রুতি মেনে বাকি ২০ হাজার টাকা পরের দিন পরিশোধের ২৭ সেপ্টেম্বর তার মালিকানাধীন ৬৯০ নম্বর নৌকার অনুকুলে নুতন করে আবারও অনুমতিপত্র ইস্যু করা হয়।
ভুক্তোভোগী জেলে শহিদুল ইসলামের অভিযোগ বাকি ২০ হাজার টাকা পরিশোধ সত্ত্বেও নুতনভাবে অনুমতি দিয়ে আগের চুক্তির তিনশ’ টাকার ঘটনাকে পুঁজি করে তার নৌকা আটকে রাখা হয়েছে। বার বার যোগাযোগ করা হলেও তার নৌকা না দিয়ে বরং সাংবাদিকদের বিষয়টি জানানোর অপরাধে তার সুন্দরবনে প্রবেশ আটকে দেওয়া হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।তার স্ত্রী স্থানীয় এনজিও আর মহাজনের নিকট থেকে চড়া সুদে টাকা নিয়ে তাদেরকে বনবিভাগের বন্দীদশা থেকে ছাড়িয়ে নিয়েছিল দাবি করে ঐ জেলে জানান, সুন্দরবনে প্রবেশের অনুমতি যেমন দেয়া হচ্ছে না, তেমনী তার নৌকাটি আটকে রাখা হয়েছে।এবিষয়ে কলাগাছিয়া টহল ফাঁড়ির ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, ঘটনার সময়ে আমি স্টেশনে ছিলাম না। ওই জেলের সাথে আমার দেখা হয়নি। আমি অর্থনৈতিকভাবে কারও সাথে কোন লেনদেনও করিনা। নৌকা আটক করে বুড়িগোয়ালীনি স্টেশনে দেয়ার পর তার নৌকার অনুকূলে নুতন করে কোন অনুমতি দেয়অর বিষয়েও আমার কোন কিছু জানার কথা না। তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জেরে মিথ্যাচার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।অভিযোগের বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসানের অফিসিয়াল মুটোফোন নম্বরে বার বার যোগাযোগ করা সত্ত্বেও তা বন্ধ পাওয়া যায়।

