সমাজের আলো : নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে এসে প্লাষ্টার খসে মাথায় পড়ে দাদী আয়সা খাতুন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনের কর্ণিশের পলেস্তারা খসে তার মাথায় পড়লে তাৎক্ষণিক ভর্তি করে ২৮টি সেলাই দেয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। আয়েসা খাতুন সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।শনিবার দুপুরে এঘটনার পর অনেকটাই গোপনে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তবে সিভিল সার্জন ডা. মো: হুসাইন সাফায়েত এঘটনা সত্যতা স্বীকার করে হাসপাতালের দূর্বল ছাদ সংস্কারের জন্য আজই সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আহত বৃদ্ধার চিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

