সমাজের আলো : কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শুক্রবার রাতে উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাবার সময় অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ।কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার দড়িচড়িয়াকোনা গ্রামে বাস নিধন মিয়ার। তিন ছেলের মধ্যে মাদকাসক্ত বড় ছেলে হৃদয় মিয়া নেশার টাকার জন্য প্রায়ই বাবার সাথে দুর্ব্যবহার করতো। ভাংচুর করতো ঘরের আসবাবপত্র।শুক্রবার রাত সাড়ে বারোটায় চড়িয়াকোনা বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় বাবার কাছে টাকা দাবি করে হৃদয়। নেশার টাকা দিতে না পারায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বাবাকে। এসময় আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *