সমাজের আলো : নীলফামারীতে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সদর উপজেলার বাসিন্দা।তারা হলেন, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম (৩২) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩)।রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উত্তরাশশী মিল বাজার এলাকার মোখছেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক।অপদিকে, আশরাফুল ইসলাম ঘোনপাড়া গ্রামের বালিয়া মামুদের ছেলে।

