সমাজের আলোঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্বাস সিরামিকস এন্ড ব্রিকস লিমিটেড নামক একটি কারখানায় ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাটমন্ত্রীর ছেলের একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হীরাসহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
দায়েরকৃত মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, কিছুদিন ধরে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় অবস্থিত বিশ্বাস সিরামিকস এন্ড ব্রিকস লিমিটেড-এর এডমিন সাব্বির আহমেদের কাছে পাটমন্ত্রীর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার একান্ত সহকারী (পিএস) পরিচয়দানকারী কামরুজ্জামান হীরাসহ তার সহযোগীরা ২৬ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। অন্যথায় কারখানার উৎপাদন চালু রাখলে জীবনে মেরে ফেলবে বলে হত্যা হুমকি প্রদান করে তারা।
এদিকে দাবীকৃত চাদার টাকা না দিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উক্ত কারখানার গেইটে ড্রাইভার তুহিন মিয়া উৎপাদিত মালামাল নিয়ে গোলাপগঞ্জে যাওয়া জন্য ট্রাকে মালামাল লোড করার সময় কামরুজ্জামান হীরাসহ তার ১৬/১৭ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ নিয়ে বাধা প্রদান করে। এসময় কারখানার এডমিন সাব্বির আহমেদ এগিয়ে আসলে তাকে ভয়ভীতি প্রদান করে তারা। এমনকি তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে কারখানার উৎপাদন বন্ধ ও উৎপাদিত মালামাল বাইরে পাঠাতে নিষেধ করে। অন্যথায় জীবনে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে

