সমাজের আলোঃ নেহায়েত শখের বসে নয়, পরিস্থিতি বিবেচনা করেই আজ করোনা টেষ্ট করালাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ নেগেটিভ হয়েছে। করোনা শুরুর পর থেকে কাজের পরিধি আরো বেড়েছে। সভায় অংশ নেয়া, করোনা প্রতিরোধ কার্যক্রমে অংশ গ্রহণ, করোনা রোগী ব্যবস্থাপনার প্রস্ততি কার্যক্রম পরিদর্শন, নিয়মিত অফিস কিংবা বাংলো অফিসে বসা, সময়মত রিপোর্ট প্রেরণ করা ইত্যাদি কাজগুলোকে করতে হয়েছে কমবেশি ঝুঁকি নিয়ে। আম্পানের পর বিভাগের ক্ষতিগ্রস্থ এলাকায় অত্যন্ত দ্রুততার সঙ্গে পৌঁছানো, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও যাওয়া, তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামত কাজের সমন্বয় করা, দূর্গত মানুষের জন্য সহায়তা দেয়া সবই ছিল খুবই বিপদজনক। কিন্তু মনের তাগিদে এবং দায়িত্বে প্ররোচনায় ভয়কে অবহেলা করেই সরব থেকেছি। ইতোমধ্যে গত সপ্তাহ থেকে গলা ব্যাথা, শ্বাস কষ্ট বেড়ে যায়, শরীর ও কিছুটা দূর্বল মনে হয়। এর মধ্যে গত সপ্তাহে অফিসের মাঝে বর্তমান পরিস্থিতিতে পরবর্তী কৌশল নিয়ে বিভাগীয় কমিটির ভার্চ্যুয়াল সভা দীর্ঘক্ষণ ব্যাপী করতে গিয়ে গলায় অতিরিক্ত চাপ পড়ে সমস্যা আরো বাড়ে। সংগত কারনেই আজকে করোনা টেষ্টে যেতে হয়েছে। মহান আল্লাহ তায়ালার নিকট অশেষ কৃতজ্ঞতা। সবার নিকট দোয়ার আবেদন। আপনাদের জন্য অফুরন্ত দোয়া থাকল। তবে সাবধান থাকতেই হবে। সরকারের সকল নির্দেশনা নিজের প্রয়োজনেই মানতে হবে। নিজেকে নিরাপদ রাখার কৌশল অবশ্যই অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা নিজ-চেষ্টা কারীকেই সহায়তা করেন; অন্তত আমাদের বেলায় তা অবশ্যই।

