সমাজের আলো : নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অবিলম্বে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পরিবর্তন করারও দাবি জানিয়েছেন তারা।
সূত্র আরো জানিয়েছে, নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর মাধ্যমেই সরাসরি ছাত্রদল করা আশরাফুল হককে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। একজন বর্ষীয়ান আওয়ামী লীগের নেতা হয়ে কিভাবে তিনি ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদককে নৌকার মনোনয়নের জন্য সুপারিশ করেছিলেন, সেটিও খতিয়ে দেখার জন্য আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছিলেন।

