সমাজের আলো : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ‘সৌহার্দ্য তোরণ’ সাতক্ষীরার আপামর জনগণের সৌহার্দের মাইল ফলক। মানুষ দীর্ঘ দিন যাবৎ অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে, তাদের জন্য উপহার হিসাবে এই সৌহার্দ্য করিডোর ও তোরণ আজ উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, এই করিডোর একদিকে যেমন রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে সৌহার্দের সম্পর্ককে আরও মজবুত করবে, অন্যদিকে বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ঠ বিচারক-আইনজীবী, কর্মচারী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী মানুষ তথা আপামর জনগনের জন্য ন্যায় বিচারের পথকে প্রশস্থ করবে।
তিনি সোমবার সকালে জেলা জজ আদালত হতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে যাতায়াতের জন্য নির্মিত সৌহার্দ্য করিডোরের শুভ উদ্বোধনকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক আবু হায়াত মো: শাফিউল আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রেজওয়ান উল্লাহ সবুজ, পিপি এড. আব্দুল লতিফ সহ আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থী মানুষ।
এসময় উদ্বোধক সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার কারনেই করিডোরটি দ্রুত নির্মাণ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগই শুধু কমবে না, বিচারবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদেরও দুর্ভোগ কমবে। তিনি নিজেই এই করিডোর ও তোরণের নাম “সৌহার্দ্য করিডোর” হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য: চীফ জুডিসিয়াল আদালত ভবন নির্মিত হওয়ার পর ২০১৮ সালের ২৫ জানুয়ারি আইনমন্ত্রী মো: আনিসুল হক এটি উদ্বোধন করেন এবং আইনজীবীদের জোরালো দাবীর প্রেক্ষিতে সেদিন তিনি বলেছিলেন ৩০ দিনের মধ্যে এই প্রচীর উঠে যাবে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে যথাসময়ে তা হয়নি। সেই থেকে আজ পর্যন্ত অনেক রাস্তা ঘুরে বিচারক, বিচারপ্রার্থী মানুষ এবং আইনজীবীদের জেলা জজ আদালত থেকে চীফ জুডিসিয়াল আদালত ভবনে যাওয়াত করতে হতো। ফলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হত সকলকেই। দুর্ঘটনায় মারা যাওয়া সহ আহত হন অনেকেই। এনিয়ে আইনজীবীরা এবং নাগরিক সমাজ একাধিকবার পথটি উন্মুক্ত করনের জন্য মানববন্ধন কর্মসূচি সহ আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু কোন ভাবেই ডিসি অফিসের সামনে দিয়ে করিডোর তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীতে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা শেখ মফিজুর রহমান নিজে থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এবং বিভিন্ন উর্দ্ধতন মহলের সুপারিশের মাধ্যমে দ্রুত করিডোর নির্মানের ব্যবস্থা করেন। এছাড়া করিডোরটির জন্য একটি দৃষ্টি নন্দন গেইট নির্মাণ করেন এবং তিনি নিজেই গেইটটির নাম করণ করেছেন ‘সৌদার্হ্য করিডোর’-যা সাতক্ষীরাবাসী আজীবন স্মরণ করবে বলে তিনি বিশ্বাস করেন।
আনুষ্ঠানিকভাবে করিডোরটি উদ্বোধন হওয়ায় আদালত পাড়ায় আইনজীবী, আইনজীবী সহকারী এবং বিচারপ্রার্থী মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় বলে সমাজের আলোকে ফোন করে জানান অনেকেই।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ ক ম রেজওয়ান উল্যাহ সবুজ সমাজের আলোকে জানান, বিচার কাজের পাশাপাশি আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও বিচারাঙ্গনের বিভিন্ন সমস্যা নিয়ে সকল সময় সঠিক সমাধানের পথ দেখিয়েছেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি আরও বলেন, জেলা জজ হিসেবে শেখ মফিজুর রহমান সাতক্ষীরাতে যোগদানের পর থেকে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তার মধ্যে অন্যতম কাজটি হল ‘সৌহার্দ্য করিডোর’ এর উদ্বোধন।
অপরদিকে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সাংবাদিক মো: আনিসুর রহিম জানান, এ করিডোরটি অনেক আগেই হওয়া উচিৎ ছিল। দীর্ঘ বিলম্বে হলেও আজ সেটি উদ্বোধন হওয়ায় জেলার নাগরিক কমিটির অন্যতম একটি দাবী বাস্তবায়িত হলো। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলম বলেন, সাতক্ষীরাবাসির দীর্ঘ দিনের প্রাণের দাবি পূরণ হয়েছে। আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থী মানুষের জন্য এ করিডোর খুলে দেওয়ার নেপথ্য নায়ক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তার এ অবদানের কথা জেলাবাসি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
জেলা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ জানান, সরকারের সদিচ্ছা ও জেলা জজ শেখ মফিজুর রহমানের আন্তরিক প্রচেষ্টার ফসল হচ্ছে এই ‘সৌহার্দ্য করিডোর।’ এ জন্য তিনি (জেলা ও দায়রা জজ) আজীবন সাতক্ষীরার মানুষের দোয়া পেয়ে যাবেন।

