সমাজের আলো : ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা ১১ অক্টোবর বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী নওসাদ দেলওয়ার রাজু। সভায় উপস্থিত ছিলেন সমিতির ঘোষিত কমিটির কর্মকর্তা আবু মুছা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, এএসএম মাকসুদ খান, জিএম আমির হামজা, বিলকিস সুলতানা সাথী, দিপংকর ঘোষ, আশরাফুজ্জামান আশু ও রামকৃষ্ণ চক্রবর্তী।
সভার আলোচ্য সূচি অনুযায়ী পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন করা হয়।আগস্ট সেপ্টেম্বর মাসের আয় ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। বিল অব এন্ট্রি ফি বৃদ্ধিকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটি গঠনের বৈধতা নিয়ে উত্থাপনকৃত আইনগত বিষয় সমূহ আইনগতভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে গত ৪ সেপ্টেম্বর ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সভায় অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে উকিল নোটিশসহ আইনগত বিষয় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন কমিটির একাধিক সদস্য। এ সময় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম উকিল নোটিশের জবাব দিয়েছেন বলে জানান। জবাবে নোটিশ প্রদানকারী শেখ এজাজ আহমেদ স্বপন সমিতির সদস্য নন বলে উল্লেখ করা হয়েছে বলে তিনি সভাকে অবগত করেন। সভার সিদ্ধান্ত ছাড়া এ ধরনের আইনগত বিষয় নিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় অনেকের ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে শেখ এজাজ আহমেদ স্বপন সমিতির সদস্য নন বলে সভার আলোচনার বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সদস্য না হলে আমাকে গত ৪ সেপ্টেম্বরের সাধারণ সভার চিঠি দিলেন কিভাবে? তাছাড়া অংশীদার সদস্য হিসেবেই বর্তমান কার্যনির্বাহী কমিটিতে একজনকে অর্ন্তভুক্ত করা হয়েছে। গতকাল যে উপ-কমিটিগুলো গঠন করা হয়েছে, সেখানেও অংশীদার সদস্যদের অর্ন্তভুক্ত করা হয়েছে। ফলে আমার সদস্য না থাকার কোন প্রশ্ন তোলার অবকাশ নেই।

