সমাজের আলো : বান্দরবানে হঠাৎ বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে কৃষকের ৪টি গরুর মৃত্যু এবং ১৩টি গাছ পুড়ে গেছে।সোমবার (১১ অক্টোবর) মধ্যরাতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।নিহতরা হলেন মৃত মো. ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম (৫০), মৃত মোহাম্মদ নবী হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২২)।

ফাইতং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, রাতে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলাম বাগান পাহারা দেয়ার জন্য গাছের উপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে ১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেখানে বজ্রপাতে তারা দুজন মারা যান।মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টংঘরে তল্লাশি করে তাদের লাশ উদ্ধার করে।বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয়রা গাছের উপর টংঘর বানিয়ে বাগান ও ফসলি জমি পাহারা দেয়া হয় বলে জনপ্রতিনিধি ও এলাকার লোকজন জানিয়েছেন।

লামা থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।এদিকে একই উপজেলার মেরা খোলা এলাকার হিন্দুপাড়ায় বজ্রপাতে বাসু কুমার দে নামের এক ব্যক্তির ৪টি গরু মারা গেছে। এছাড়া আনসার ব্যাটালিয়ন দপ্তরে ১৩টি গাছ পুড়ে গেছে বজ্রপাতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *