সমাজের আলো : বন বিভাগ পশ্চিম সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা গহিন সুন্দরবনে অভয়ারন্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনে ৫২ নং কম্পার্টমেন্টের আওতায় ভাইটাল খাল হতে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ব্যবহার নিষিদ্ধ জাল সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

আটক জেলেরা হলো কয়রা থানার ২ নং কয়রা এলাকার ফজর আলীর ছেলে কবির হোসেন, মৃত রফিকুলের ছেলে আজিজুল ইসলাম, করিম গাজীর ছেলে কামরুল ইসলাম, আবু মুসা মোল্যর ছেলে এনামুল মোল্যা এবং দক্ষিন নুরনগর গ্রামে নজরুল সানার ছেলে শাহাজান সানা, মৃত কওছার মোল্যার ছেলে শরিফুল ইসলাম ও জাহিদুল।

সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেরা বন বিভাগের চোখ ফাকি দিয়ে সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় স্মার্ট পেট্রল টিমের সদস্যরা মালামালসহ আটক করে। এ ঘটনায় জেলেদের বন আইনে (পিওআর) ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *