সমাজের আলো : র্যাব-৬ খুলনা কোম্পানী সদর দপ্তরের একফ অভিযানে ১৮টি হরিণের চামড়াসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুন্দরবনের বারাকপুর এলাকা থেকে উক্ত চামড়া ও আসামীদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বহরবনিয়া গ্রামের মৃত রফিজ উদ্দিন ফরাজীর ছেলে মোঃ আব্দুল হাকিম(৫০) এবং একই জেলার শরণখোলা থানার সোনাতলা গ্রামের মৃত আলী মিয়া হাওলাদারের ছেলে মোঃ কামরুল ইসলাম(৩৫)।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার বারাকপুর বাজারের কাশেম প্লাজা নামক মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিদ্বয় দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এ সময় ২টি বড় প্লাষ্টিকের ব্যাগে রক্ষিত অবস্থায় অবৈধভাবে আহরিত ১৮টি হরিণের চামড়া, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীদ্বয় স্বীকার করে, তারা পরস্পর যোগশাজসে সুন্দরবন হতে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উচ্চ বিলাসী মানুষের নিকট অধিক মোনাফার লোভে সরবরাহ করত।

