সমাজের আলো : সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণের মশাল সংলাপ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এসএম আবদুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান তারিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস.এম শামীম, শাহিদুজ্জামান রুবেল, সমাজসেবা সম্পাদক দেবাশীষ বিশ্বাস, সদস্য আয়ুব আলী প্রমুখ।

সভায় বক্তারা দ্রব্যমূল্যের উদ্ধগতির প্রতিবাদ জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিনেদিনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সরকারের এদিকে দৃষ্টি নেই। একজন কৃষক-শ্রমিক-দিনমুজুরের জন্য নাগরিকের মৌলিক চাহিদার প্রথম উপকরণটিই যোগাড় করা দুঃসাধ্য হয়ে উঠেছে। সরকারকে দ্রুত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এসময় বক্তারা সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *