সমাজের আলোঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় আলোচিত দুইভাইকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
এর আগে গত ১৬ মে রাতে শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে জানা যায়, এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে আসছিলো এই দুইজন।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেন, মামলায় যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম দুইজন বরকত ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোন অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে স্থানীয়দের কাছে শুনলে অনেক অভিযোগ পাবেন। জেলায় টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে।
এদিকে বাসের মেকানিকস থেকে শতশত কোটি টাকার মালিক বনে এই দুইভাই। গতবছর তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ গেলে, এরই মধ্যে তদন্তে ৬২ কোটির টাকা অবৈধভাবে উপার্জনের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি। দুইভাইয়ের আরও অবৈধ সম্পদ আছে জানিয়ে দুদক পুনরায় তদন্তে নেমেছে।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বরকত ও রুবেল। তারা বিগত ৬ বছর এলাকার কিছু আওয়ামী লীগ নেতার ছত্র ছায়ায় থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ভূমি দখল চালিয়ে গেছে। তারা কতটা বেপরোয়া হতে পারে এর প্রমাণ সুবল সাহার বাসায় সকলের সামনে হামলা করা। এরা এলাকায় কোন কিছুর পরোয়া করে না।
স্থানীয়ভাবে আরো জানা যায়, ফরিদপুর জেলায় এলজিইডির যাবতীয় টেন্ডার নিয়ন্ত্রণ করে এই দুইজন। বিগত ৬ বছরে তারা শুধু টেন্ডারবাজির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুদকে তাদের সম্পদের তদন্ত চলছে বলেও জানা যায়।
