সমাজের আলোঃ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এর ফলে আক্রান্তের দিক দিয়ে স্পেনকে সরিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।
বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৫৩ হাজার ৩২৯ জন।
রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯৯৭১ জন। একদিনে নতুন আক্রান্তের সংখ্যায় এটাই এখন পর্যন্ত ভারতে সর্বোচ্চ।
ভারতের চেয়ে বেশি কোভিড আক্রান্ত রয়েছে যে চারটি দেশ সেগুলো হল: আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। যদিও ভারত করোনা মোকাবেলায় অনেক বেশি সফল বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
ভারতে দফায় দফায় লকডাউনের সময়সীমা বাড়ানো হলেও কোভিড আক্রান্তের সংখ্যায় রাশ তো টানা যায়নি। উল্টো তার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়েছে।
এরই মধ্যে আনলক-১-এর ফর্মুলা মেনে সোমবার থেকে ভারতের অধিকাংশ ধর্মীয়স্থল, সিনেমা হল বা শপিং মল খুলছে। তাই নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ও আতঙ্ক দুই-ই বাড়ছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত ভারতে করোনায় ৬ হাজার ৯৮৮ জন মারা গেছেন। মৃতের দিক দিয়ে এখনও শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৯ জনের।
এরপর রয়েছে গুজরাট (১,২১৯), দিল্লি (৭৬১), মধ্যপ্রদেশ (৩৯৯), পশ্চিমবঙ্গ (৩৮৩), উত্তর প্রদেশ (২৫৭), তামিলনাড়ু (২৫১), রাজস্থান (২৩১) এবং তেলেঙ্গানার (১২৩)।
ভারতে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল।হেড লাইন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *