সমাজের আলো : সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা আফছার আলীর পিতার স্মৃতি একটি চায়না ফনিক্স বাইসাইকেল গায়েব করার ঘটনায় এজেআর ট্রান্সপোর্টের তিন কর্মচারীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ হয়েছে। গত ১৩ অক্টোবর এ অভিযোগ দায়ের করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আফছার আলী।অভিযুক্তরা হলেন-ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার সেকেন্দারপুর গ্রামের সাইদুল হকের ছেলে হুমায়ন কবীর মাসুদ (৩৩), সাতক্ষীরা ইটাগাছার মোকছেদ আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম এবং খুলনা তেরখাদা থানার কোদলা গ্রামের নুরুল হাসানের ছেলে রমজান আলী।থানায় লিখিত অভিযোগে জানা যায়, দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের আফছার আলী তার বাবার ৪০ বছরের পুরাতন চায়না ফনিক্স বাইসাইকেলটি এ.জে.আর ট্রান্সপোর্ট শ্যামলী শাখা ঢাকা থেকে সাতক্ষীরা শাখাতে ব্যক্তিগত ম্যানেজার আব্দুল আলিমের নামে বুকিং করান। যার বুকিং নম্বর ৬৭১৫৫৬। ১৬-০৮-২০২১ তারিখে সন্ধ্যায় এ.জে.আর অফিস, সাতক্ষীরা শাখা থেকে ম্যানেজার আব্দুল আলিমকে ফোনে বাইসাইকেলটি নিয়ে যাওয়ার কথা বলা হয়। পরের দিন ১৭-০৮-২০২১ তারিখে সকাল ১০টায় ম্যানেজার আব্দুল আলিম এ.জে.আর ট্রান্সপোর্ট অফিসে গেলে অভিযুক্তরা ম্যানেজারকে বুকিংকৃত বাইসাইকেলটি না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে পরের দিন আসতে বলেন। পরের দিন ম্যানেজার সাতক্ষীরা শাখা অফিসে গেলে বলা হয়, ‘বাইসাইকেলটি নিয়ে গেছে’। এ ঘটনায় অভিযুক্তরা বাইসাইকেলটি ফেরত না দিয়ে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছে বলেও জানান আফছার আলী। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *