সমাজের আলো : সাতক্ষীরা বিনেরপোতায় চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছেন পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন শ্যামনগর থানার বংশিপুর এলাকার রুস্তম আলির পুত্র রাশিদুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে বিনেরপোতা বেদনানদীর ব্রিজের পাশ থেকে চোরাই মোটরসাইকেলসহ রাশিদুল ইসলামকে আটক করে সদর থানার এসআই মনজুরুল হাসান। মোটরসাইকেলের মালিক একই উপজেলার তালতলা এলাকার আব্দুল্লাহ’র পুত্র মহিবুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি রাজারবাগান কলেজের পাশে একটি স্থানে রেখে পাশের দোকানে যান তিনি। এসময় চোর কৌশলে মোটরসাইকেল তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে ওই মোটরসাইকেলটি মহিবুল্লাহ খুঁজতে খুঁজতে বিনেরপোতার বেতনানদীর ব্রিজ নামক স্থানে পৌছলে তার মোটরসাইকেলটি ও চোরকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠলে স্থানীয় জনতা ছুটে এসে মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে। পরে স্থানীয়রা সদর থানার পুলিশের খবর দিয়ে মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোর্পদ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *