সমাজের আলো : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম আবুল কালামকে নাম প্রত্যাহারের জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ-সম্পাদক শাহাজাহান আলী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নোটিশ প্রেরণ করা হয়।নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম আবুল কালাম আজাদ নৌকার প্রার্থীর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশনারের নিকট নাম প্রত্যাহারের কথা থাকলেও নাম প্রত্যাহার করেননি তিনি। বরং নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আনারস প্রতিকের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।একারণে আগামী ৩১ অক্টোবরের ভিতরে সাংবাদিক সম্মেলন করে নাম প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে আবুল কালাম আজাদকে। অন্যথায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দল থেকে তাকে বহিস্কার করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

