সমাজের আলো : নিরীহ দরিদ্র প্রতিবেশীর বড় বড় নারকেল গাছ কেটে সাবাড় করেছে স্থানীয়ভাবে প্রভাবশালী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার গ্যারেজ এলাকায়। প্রতিবেশীর বসতভিটার মধ্যে নিজের জমি থাকার দাবি করে লোকজন নিয়ে সকাল থেকে তিনি এসব গাছ কাটেন।পরবর্তীতে শ্যামনগর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবশিষ্ট গাছগুলো কাটা থেকে তাকে নিবৃত্ত করেন। স্থানীয় সুত্রে জানা যায়, মুন্সিগঞ্জ গ্যারেজ এলাকার প্রভাবশালী জামির আলি সম্প্রতি দাবি করেন প্রতিবেশী ওকালত গাজীর বসতভিটায় তার জমি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিজের জায়গায় বেড়ে ওঠা যাবতীয় গাছ-গাছালী কেটে নেয়ার জন্য তিনি ওকালত গাজীর উপর চাপও সৃষ্টি করে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তির সালিশী বৈঠকে জামির আলী দাবির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি।এক পর্যায়ে মাতব্বররা ওকালত গাজীর পক্ষে ফয়সালা শুনিয়ে চলে যাওয়ার পর হঠাৎ করেই লোকজন নিয়ে শুক্রবার দুপুরে ওকালতের বসতভিটা থেকে চারটি নারিকেল গাছ কেটে দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় শ্যামনগর থানায় অভিযোগ জানানোর পর পুলিশ যেয়ে জামির আলীকে গাছ কাটা বন্ধের নির্দেশ দেয়। ওকালত গাজী জানান নিষেধ সত্ত্বেও জোর করে তার বসতভিটা থেকে ২৫-৩০ বছরের পুরানো নারিকেল গাছ কেটে দিয়েছে তারই প্রতিবেশী। অভিযোগের বিষয়ে জামির আলী দাবি করেন গাছ কেটে নেয়ার জন্য বলা হলেও ওকালত তার জমি থেকে গাছ অপসারণ করছিল না।

