সমাজের আলো : নিজের বউ মনে করে অন্য এক নারীকে হত্যা করলেন সেকুল মিয়া নামের এক ব্যক্তি। ঘটনা রাজধানী ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার।পুলিশ জানায়, হত্যার উদ্দেশ্যে নিজের বউ মনে করে আয়েশা সিদ্দিকী (২২) নামের এক গার্মেন্টসকর্মীকে ছুরিকাঘাত করেন সেকুল মিয়া। আহত গার্মেন্টসকর্মীকে আয়েশা সিদ্দিকি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।ভোর সাড়ে ৬টার দিকে নবোদয় হাউজিং বাজারের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভোরে নবোদয় হাউজিং এলাকায় ছুরিকাঘাতে আহত হয় ওই নারী। পরে তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।আহত আয়েশার বোন খালেদা আক্তার জানান, তাদের বাসা আদাবর নবীনগর হাউজিং এলাকায়

