সমাজের আলোঃ মিঠাপুকুরে ভুয়া মসজিদ ও ইমাম-সভাপতির নাম দিয়ে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। শুধু একটি ইউনিয়নেরই আটটিরও বেশি মসজিদের ভুয়া নাম ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় এলাকাবাসী ইউএনও বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশের মতো মিঠাপুকুর উপজেলার এক হাজার ১৬২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ হয়। ঈদের আগেই এসব মসজিদের নামে বরাদ্দের টাকা সভাপতির মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনকে বিতরণ করা হয়। কিন্তু অনেক স্থানে মসজিদ, সভাপতি ও ইমামের ভুয়া নাম ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এর মধ্যে বালুয়া মাসিমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ভুয়া মসজিদের নামে টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
বালুয়া মাসিমপুর ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা গেছে, একটি প্রতারক চক্র এই ইউনিয়নের ৮টি মসজিদের ভুয়া নাম দিয়ে টাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। এর মধ্যে ৪টি মসজিদের সভাপতি এবং ইমাম-মুয়াজ্জিনের ভুল নাম ও মোবাইল ফোন নম্বর দেওয়া হয়। মসজিদগুলো হলো- পুর্ব খিয়ারপাড়া নামাজঘর মসজিদ, মধ্য খিয়ারপাড়া ওয়াক্তিয়া মসজিদ, নতুন খিয়ারপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া ওয়াক্তিয়া মসজিদ। এছাড়া ৪টি মসজিদের ভুয়া নাম বরাদ্দের তালিকায় ব্যবহার করে প্রতারক চক্র। সেই সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, ইমাম ও মুয়াজ্জিনেরও ভুয়া নাম ব্যবহার করা হয়েছে। এগুলো হলো- বালুয়া গোডাউন নামাজ ঘর, বালুয়া পশ্চিমপাড়া জামে মসজিদ, চাঁনটারী চর ওয়াক্তিয়া মসজিদ ও ভাটারপাড়া নামাজ ঘর।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে অভিযোগ করেন, বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হকের ছত্রছায়ায় তার ঘনিষ্ঠ কোরবান আলী ও সেকেন্দার আলী জামে মসজিদ ও ওয়াক্তিয়া নামাজ ঘরের ভুয়া নাম, সভাপতি ও ইমাম-মুয়াজ্জিনের নাম ও মোবাইল ফোন নম্বর ভুল দিয়ে টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। তবে, কোরবান আলী ও সেকেন্দার আলী অভিযোগ অস্বীকার করেছেন।
