সমাজের আলো : উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুরে এক কৃষকের প্রায় ৩৩ শতাংশ জমির টমেটো গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।সরজমিনে জানা যায়, হোসেনপুর গ্রামের অজিত হালদারের ছেলে কৃষক পরিমল হালদার, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষ্ণনগর শাখা থেকে ঋণ নিয়ে প্রায় ২ মাস আগে শাহাপুর গ্রামে ৩৩ শতাংশ জমিতে শারী পদ্ধতিতে টমেটো চাষ করে। সদ্য গাছগুলোতে থোকায় থোকায় ফুল দেখা দিয়েছে আর কৃষক পরিমল হালদারও স্বপ্ন দেখছে ব্যাংক ঋণ শোধ করে লাভবান হওয়ার।কিন্তু তার সে স্বপ্নে ডালপালা গজিয়ে বিকশিত হওয়ার আগেই দূর্বৃত্তেরা গত ১০ নভেম্বর বুধবার দিবাগত রাত্রে ৩৩ শতাংশ জমির প্রায় দুই হাজার তিন শত (২৩০০)গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
পরিমল হালদার জানান, তিনি আসন্ন ইউপি নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার প্রতিপক্ষ প্রতিহিংসা করে তার এমন ক্ষতি করেছে। তার এমন ক্ষতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক