সমাজের আলো  ঃ সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনে সব চেয়ে কম ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বল্লীর এড. মো: মহিতুল ইসলাম (প্রতীক আনারস)। তিনি পেয়েছেন ৪৫৫৪ ভোট। তার নিকটতম প্রার্থী শেখ হাবিবুর রহমান (চশমা) পেয়েছেন ৪০১১ ভোট। ভোটের ব্যবধান ৫৪৩।এরপর ১১৬৫ ভোটের ব্যবধানে ধুলিহর ইউনিয়ন চেয়ারম্যান পদে মো: মিজানুর রহমান চৌধুরী (প্রতীক আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮২৫৮ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো: মিজানুর রহমান (প্রতীক নৌকা) পেয়েছেন ৭০৯৩ ভোট।এছাড়া ঝাউডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো: আজমল উদ্দীন (নৌকা) ১০৬১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৮৪৫৯ ভোট। ভোটের ব্যবধান ২১৫৭।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *